আমি ক্রিকেট, ডাকটিকিট আর তিন গোয়েন্দার ভক্ত

প্রিয় গোল্লা ভাইয়া,

আমি ক্রিকেটপাগল। আমি চাই, তুমি ক্রিকেট নিয়ে লেখা ছাপবে। আমার ডাকটিকিট সংগ্রহের শখ আছে। আশা করি, তুমি ডাকটিকিট নিয়েও লেখা ছাপবে। ২১ জানুয়ারি সংখ্যায় কাজী আনোয়ার হোসেন ও নারায়ণ দেবনাথকে নিয়ে লেখা দুটি পড়লাম। বাঁটুল দি গ্রেটকে চিনলাম। আমি চাই, তুমি ‘বাঁটুল দি গ্রেট’ প্রতি সংখ্যায় ছাপো। আমি ‘তিন গোয়েন্দা’ সিরিজের ভক্ত। আগে ভাবতাম, শামসুদ্দীন নওয়াব বুঝি আলাদা একজন লেখক। এখন জানলাম, তিনি আমাদের সবার প্রিয় কাজীদা! তাঁর মৃত্যুতে আমি খুব কষ্ট পেয়েছি। আশা করি, এই চিঠি ছাপবে।

ইতি

রুহান

পঞ্চম শ্রেণি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা

বাংলাদেশ ডাক বিভাগ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ডাকটিকিটগুলো প্রকাশ করেছিল ২০১১ সালে
ছবি: প্রথম আলো

প্রিয় রুহান,

চিঠিটা পড়ে মনে হচ্ছে, সামনাসামনি তোমাকে না দেখলেও আমি তোমার ‘ফলোয়ার’! কারণ, আমিও তোমার মতো ক্রিকেটপাগল, ডাকটিকিট সংগ্রহ করি, তিন গোয়েন্দার পাঁড় ভক্ত এবং কাজীদাকে ভালোবাসি! আমাদের যখন এত মিল, তখন তোমার প্রস্তাবগুলো না মেনে উপায় কী! তবে তুমি খেয়াল করে দেখো, গোল্লাছুটে কিন্তু মাঝেমধ্যে ক্রিকেট ও ডাকটিকিট নিয়ে লেখা ছাপা হয়। ‘বাঁটুল দি গ্রেট’ ছাপা যায় কি না, তা আমরা ভেবে দেখব। সবচেয়ে ভালো হয়, তুমি যদি তোমার প্রিয় বিষয়গুলো নিয়ে আমাদের লেখা পাঠাও। ভালো থেকো।

ইতি

গোল্লা ভাইয়া