উড়ল ঘুড়ি সাকরাইনে

বাংলা পৌষ মাসের শেষ দিনটিতে উদ্‌যাপন করা হয় পৌষসংক্রান্তি। পুরান ঢাকার মানুষ একে বলে ‘সাকরাইন’।

আঁকা: প্রসুতি ধর, চতুর্থ শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এ উৎসবে ঘুড়ি উড়িয়ে বিদায় দেওয়া হয় পৌষ মাসকে।

আঁকা: মারিয়াম সিদ্দিকা, ষষ্ঠ শ্রেণি, সাতারকুল নূর মোহাম্মদ সিনিয়র মাদ্রাসা, ঢাকা

আজ পৌষসংক্রান্তি। গোল্লাছুটে ঘুড়ি ওড়াল গোল্লা বন্ধুরা!

আঁকা: রনদীপ দাশ, প্রাক্‌–প্রাথমিক শ্রেণি, পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী