কং পাহাড়ে রহস্যের ছায়া

ছবি: প্রথম আলো

ঢাকার এক স্কুলে ক্লাস নাইনে পড়ে যমজ দুই ভাই রবি-সোম। ওরা হঠাৎ মুখোমুখি হয় কঠিন বাস্তবের। তাই ঈদের ছুটিতে বাড়ি না গিয়ে চেপে বসে বনগিরির বাসে। তারপর ঘটতে থাকে একের পর এক ঘটনা-দুর্ঘটনা। পাহাড় বেয়ে যতই ওরা ওপরে উঠতে থাকে, ততই ওদের জাপটে ধরে রহস্য-রোমাঞ্চ।

আমি কখনো পাহাড়ে যাইনি। কিন্তু রবি আর সোমের জবানিতে লেখা ডায়েরির নিখুঁত বর্ণনায় সত্যিই যেন সেই অপূর্ব পার্বত্য জনপদে চলে গিয়েছিলাম! বই পড়তে পড়তে চোখের সামনে ভেসে উঠছিল টুমকি বাজার, ডাঙ্গু লেক, সুনজুকপাড়া, চিঝি ঝরনা আর কং পাহাড়! এই কং পাহাড় ঘিরেই যত রহস্য। রহস্য আমাকে টানে চুম্বকের মতো। মাহফুজ রহমানের কং পাহাড়ে শয়তান-এর পাতায় পাতায় আছে তেমনই রহস্যের হাতছানি। আর আছে ছবির মতো সুন্দর প্রকৃতি, নিখাদ হাসিঠাট্টা, দুই কিশোরের মানসিক টানাপোড়েন এবং দুর্দান্ত এক অ্যাডভেঞ্চার। তাই বইটা আমার দারুণ লেগেছে।

কং পাহাড়ে শয়তান-এর অন্যতম চরিত্র মজনু মিয়া। রবি-সোমের গাইড মজনু ভাই ভারি মজার মানুষ। পান মুখে পুরে যখন নোয়াখালী অঞ্চলের ভাষায় কথা বলেন, তখন কী যে হাসি পায়! পাহাড়ি পথে চলার সময় মজনু ভাই কেবল বলতে থাকেন, ‘এইত্তো বাইয়া চলি আইছি।’ তবে পথ আর ফুরায় না। আর ওই পথ রবি-সোমকে টেনে নিয়ে যায় অ্যাডভেঞ্চারের চূড়ায়। পাহাড়ি ছেলে প্রদীপ আর নিউটনের সঙ্গে খুব ভাব হয় ওদের। সঙ্গে চটপটে কুকুর ভুলু। ও যখন আহ্লাদে লেজ নাড়ায়, আনন্দে লাফঝাঁপ দেয়, তখন তোমারও ইচ্ছা করবে ওকে আদর করতে। সব দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসছে!

উপন্যাসের প্রচ্ছদ–অলংকরণ করেছেন আরাফাত করিম
কোলাজ: প্রথম আলো

এক ভিনদেশি চরিত্র আছে এই উপন্যাসে। তার নাম ব্লেক রজার। এক রাতে বাজি ধরে মরিচ খাওয়ার পর তার যে কী দশা হয়েছিল, ভাবলে এখনো আমার হাসি পাচ্ছে! আর মজনু ভাই যখন পাহাড়ি ছেলেদের ধরে আনা ঝিঁঝিপোকা খেয়ে...থাক, আর কিছু না বলাই ভালো। বরং বই পড়ে সব জেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এ কারণেই বলেছি, রহস্য-অ্যাডভেঞ্চারের পাশাপাশি পেটে খিলধরানো হাসিও আছে এই বইয়ে।

রহস্যের কথাই যখন বললাম, তখন মেঘলা চিতার কথাটা বাদ যাবে কেন? কং পাহাড়ের আশপাশে এই বিপন্ন প্রাণীর আনাগোনার খবরে রবি-সোমের ভয় ধরে যায়। ভয়ের ওপর ভর করে দুশ্চিন্তা। আকরাম নামের লোকটা একই কথা বলে যায় বারবার, ‘কং পাহাড়ে শয়তানের আনাগোনা শুরু হইছে। সাবধান!’ কেমন রহস্যময় ঠেকছে না সবকিছু?

ছবি: প্রথম আলো

রহস্য আরও জটিল আকার ধারণ করে যখন কং পাহাড় থেকে পড়ে যায় একটা লোক। কে সে? কেনই-বা রবি-সোমের পথে বাধা আসছে? রবিকে কেন ধরে নিয়ে গেল মুখোশ পরা কিছু লোক? কং পাহাড়ই-বা কোথায়? পাহাড়টা যেখানেই হোক, এটা জেনে রেখো, ওই পাহাড়েই শয়তানের খপ্পরে পড়ে বাংলাদেশের এক ‘সম্রাট’। কেবল বাংলাদেশের নয়, ভেনেজুয়েলা ও মালাবি নামে দুটি দেশের আরও দুই ‘সম্রাট’ পড়ে বিপদে! প্রশ্ন হলো, কং পাহাড়ে ওই শয়তানটা কে?

সব প্রশ্নের উত্তর দেবে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত কিশোর উপন্যাস কং পাহাড়ে শয়তান। টান টান উত্তেজনায় দুর্দান্ত গতিতে এগিয়েছে কাহিনি। আমার যে কী দারুণ লেগেছে, বলে বোঝাতে পারব না! তুমিও পড়ে ফেলো। কে জানে, কোনো এক ছুটিতে কং পাহাড়ে গিয়ে তুমিও হয়তো মুখোমুখি হতে পারো একটা শয়তানের! তাই সাবধান...!