ঘুমপাড়ানি মাসি–পিসি

অলংকরণ: আরাফাত করিম

ছোটন ঘুমায়

সুফিয়া কামাল

গোল কোরো না গোল কোরো না

ছোটন ঘুমায় খাটে।

এই ঘুমকে কিনতে হলো

নওয়াববাড়ির হাটে।

সোনা নয় রুপা নয়

দিলাম মোতির মালা

তাই তো ছোটন ঘুমিয়ে আছে

ঘর করে উজালা।

সুফিয়া কামাল: বাংলাদেশি কবি ও নারী আন্দোলনের পথিকৃৎ (১৯১১–১৯৯৯)

ঘুমপাড়ানি মাসি–পিসি

ঘুমপাড়ানি মাসি–পিসি

মোদের বাড়ি এসো,

খাট নাই পালং নাই

খোকার চোখে বসো।

বাটা ভরে পান দেব

গাল ভরে খেয়ো,

খোকার চোখে ঘুম নাই

ঘুম দিয়ে যেয়ো।

(প্রচলিত ছড়া)

খোকা ঘুমাল

খোকা ঘুমাল পাড়া জুড়াল

বর্গি এল দেশে।

বুলবুলিতে ধান খেয়েছে

খাজনা দেব কিসে?

ধান ফুরাল, পান ফুরাল

খাজনার উপায় কী?

আর কটা দিন সবুর করো

রসুন বুনেছি।

(প্রচলিত ছড়া)