বিশ্বখ্যাত লেখক জে কে রোলিংয়ের কাছে ক্ষমা চেয়েছে দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটি চলতি মাসে অনলাইনে একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করেছিল, যেখানে একটি নেতিবাচক চরিত্র রয়েছে। এরপর অনেকে অভিযোগ করেন, চরিত্রটি দেখতে জে কে রাওলিংয়ের মতো।
প্রথমে অক্সফামে অভিযোগ অস্বীকার করলেও পরে ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে এবং বলেছে, এটি ছিল তাদের অনিচ্ছাকৃত ভুল।
অক্সফামের ভিডিওটি ট্রান্সজেন্ডার সমস্যা ও নারীর অধিকারের বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু ভিডিওটির একটি নেতিবাচক চরিত্র জে কে রাওলিংয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় তীব্র সমালোচনার মুখে শেষে ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হয় অক্সফাম।
ব্রিটিশ লেখক জে কে রোলিং ‘হ্যারি পটার’ সিরিজের জন্য পৃথিবীব্যাপী জনপ্রিয়। তিনি পৃথিবীর সবচেয়ে ধনী লেখকদের একজন।
সূত্র: বিবিসি
গ্রন্থনা: শাকের এহসান