আনি এরনো বললেন, ‘নোবেল পুরস্কার আমার লেখালেখির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে’

নোবেলজয়ী ফরাসি লেখিকা আনি এরনো
ছবি: সংগৃহীত

২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি লেখিকা আনি এরনো। তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখালেখির যাত্রার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার প্রদান করেছিল নোবেল কর্তৃপক্ষ। 

সম্প্রতি ব্রিটেনে চার্লসটন উৎসবের শেষ দিনে এক আলাপচারিতায় আনি এরনো জানিয়েছেন, নোবেল পুরস্কার তাঁর জীবনে একটা বড় ধাক্কা হয়ে এসেছে। এ পুরস্কার পাওয়ার বিশেষ আকাঙ্ক্ষা তাঁর কখনোই ছিল না এবং অনেকটা বোমার মতো আকস্মিকভাবে তাঁর জীবনে পড়ে এটা তাঁর লেখালেখির যাত্রাকে বাধাগ্রস্ত করেছে। ঔপন্যাসিক স্যালি রুনিকে কথা প্রসঙ্গে আনি এরনো বলেন, ‘নোবেল পুরস্কার আমার লেখালেখির জন্য বিচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পুরস্কার পাওয়ার পর থেকে আমি লেখায় মনোযোগ দিতে পারছি না। অথচ লেখালেখিই ছিল আমার জীবন। এটা আমাকে প্রচণ্ড রকম পীড়া দিচ্ছে।’

পুরস্কার নয়, বরং পাঠকের সঙ্গে আলাপ করতে গিয়ে যখন এরনো জানতে পারেন, পাঠকেরা তাঁর লেখায় নিজেদের খুঁজে পেয়েছেন, সেটা তিনি খুব উপভোগ করেন বলে জানিয়েছেন ফরাসি এই লেখিকা। পাশাপাশি নোবেল পাওয়ার পর তাঁর
ব্যক্তিগত অর্জনকে অনেক পাঠক যেভাবে সামষ্টিক অর্জন ভেবে আপন করে নেন, সেটাও তাঁর ভালো লাগে বলে জানিয়েছেন আনি এরনো। 

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: নাফিস সাদিক