ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৩ পেলেন 

জর্জি গসপদিনভ

এ বছর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ার লেখক জর্জি গসপদিনভ। অ্যাঞ্জেলা রোডেলের অনুবাদে তাঁর উপন্যাস টাইম শেলটার-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি। ২৩ মে সন্ধ্যায় লন্ডনে এক আয়োজনের মাধ্যমে এ বছরের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ঘোষণা করা হয়।

প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় এ পুরস্কার। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা সমান দুই ভাগে ভাগ করে বিজয়ী বইয়ের লেখক ও অনুবাদককে প্রদান করা হয়।

এ বছর ১১টি ভাষার মোট ১৩টি বই স্থান পেয়েছিল ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায়। এদের মধ্যে পুরস্কারটির ইতিহাসে বুলগেরিয়ান ভাষার প্রথম বই হিসেবে বিজয়ী নির্বাচিত হয়েছে টাইম শেলটার। স্মৃতিকাতরতা ও বিদ্রূপের আবরণে মোড়ানো এ উপন্যাসে একই সঙ্গে সমসাময়িক ও দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বলে জানিয়েছেন বিচারকদের সভাপতি লায়লা সিলিমানি। স্মৃতি হারিয়ে যাওয়ার পরিণতি ও তার সম্ভাব্য সমাধানকে কেন্দ্র করে লেখা উপন্যাসটি ইতিমধ্যেই ইউরোপজুড়ে সমাদৃত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: নাফিস সাদিক