মার্কিন কৃষ্ণাঙ্গ লেখকের বই সরানো হলো ব্রিটেনের স্কুল থেকে

অ্যাঞ্জি থমাসছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাজ্যের ডরসেট কাউন্টির একটি স্কুল তাদের ইংরেজি সাহিত্যের পাঠ্যক্রম থেকে মার্কিন লেখক অ্যাঞ্জি থমাসের বিখ্যাত উপন্যাস দ্য হেইট ইউ গিভ বাদ দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি, বইটির কিছু অংশে বর্ণবৈষম্য ও পুলিশি নির্যাতনের বিষয় এমনভাবে উপস্থাপিত হয়েছে, যা ‘কিছু শিক্ষার্থীর জন্য মানসিকভাবে অস্বস্তিকর’ হতে পারে।

কিন্তু লেখক অ্যাঞ্জি থমাস ও মানবাধিকারকর্মীরা এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, এই বই তরুণদের বাস্তব সামাজিক বৈষম্য ও প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিষয়ে সচেতন করে তুলতে পারে। থমাস বলেন, যে বই তরুণদের সত্য জানায়, সেটিই সবচেয়ে বেশি ভয় জাগায়।

সমালোচকেরা বলছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নানা স্থানে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ বই নিষিদ্ধ বা সরানো হচ্ছে, তা একধরনের নীরব সেন্সরশিপের পরিবেশ তৈরি করছে। তাঁরা এ-ও বলেন, বিশেষ করে যেসব বই বেশি নিষেধাজ্ঞার আওতায় পড়ছে, যেগুলো কৃষ্ণাঙ্গ, মুসলিম বা অভিবাসী চরিত্রকে কেন্দ্র করে লেখা।

পাঠ্যক্রম থেকে এমন বই বাদ দেওয়ার ঘটনা শুধু সাহিত্যের বৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করছে না; বরং জিজ্ঞাসু পাঠকের বাস্তবতাবোধ ও সহনশীলতাকেও সংকুচিত করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান