কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের অঞ্চলভিত্তিক বিজয়ীদের নাম ঘোষণা

২০২৩ সালের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের অঞ্চলভিত্তিক বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ১৭ মে ৬ হাজার ৬৪২ জন লেখকের গল্প থেকে এ বছরের বিজয়ী পাঁচটি গল্পের নাম জানানো হয়। বিজয়ী লেখকদের গল্পে পরিবেশ ও পরিস্থিতির সুগভীর অনুধাবন এবং আধ্যাত্মিক ও ঐতিহাসিক প্রশ্নের অনুসন্ধান রয়েছে বলে জানিয়েছেন বিচারকেরা।

২৮টি গল্পের সংক্ষিপ্ত তালিকা থেকে এ পাঁচ গল্পকে চূড়ান্তভাবে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ী লেখকেরা হলেন দক্ষিণ আফ্রিকার হানা গ্যামন, সিঙ্গাপুরের অ্যাগনেস চিউ, ব্রিটেনের রু ব্যালড্রি, জ্যামাইকার কওমে ম্যাকফারসন ও নিউজিল্যান্ডের হিমালি ম্যাকিনস। উল্লেখ্য, এ বছর পুরস্কারের ২৮টি গল্পের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল বাংলাদেশের আরমান চৌধুরীর ছোটগল্প ‘ডেফিসিয়েন্সি নোটিশ’।

আগামী ২৭ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী গল্পকার পুরস্কার হিসেবে পাবেন পাঁচ হাজার পাউন্ড এবং অঞ্চলভিত্তিক অন্য পাঁচ শ্রেষ্ঠ গল্পকার আড়াই হাজার পাউন্ড করে পাবেন।

গ্রন্থনা: নাফিস সাদিক

সূত্র: কমনওয়েলথ ফাউন্ডেশন