রবার্ট গার্ডনার ফেলোশিপ পেলেন বাংলাদেশি আলোকচিত্রী মুনেম ওয়াসিফ

মুনেম ওয়াসিফ
ছবি: সরকার প্রতীক

বাংলাদেশি আলোকচিত্রী মুনেম ওয়াসিফ ২০২৩ সালের রবার্ট গার্ডনার ফেলো হিসেবে মনোনীত হয়েছেন। গত ২৮ জুন আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হয়।

জানা যায়, আন্তর্জাতিক পর্যায়ে চুলচেরা বাছাইয়ের পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘পিবডি মিউজিয়াম অব আর্কিওলজি অ্যান্ড এথনোলজি’ থেকে তিনি সম্মানসূচক এই ফেলোশিপ পেয়েছেন। এই ফেলোশিপে তাঁকে বাংলাদেশি প্রায় ৫৪ লাখ টাকা বৃত্তি দেওয়া হবে।

মুনেম ওয়াসিফই প্রথম বাংলাদেশি আলোকচিত্রী, যিনি এ সম্মান অর্জন করলেন।

মুনেম ওয়াসিফ জানান, এই ফেলোশিপ তিনি তাঁর ‘নীল’ শিরোনামের শিল্পকর্মের জন্য ব্যবহার করবেন। তাঁর মতে, এটি বাংলার নীল চাষের পর্যালোচনামূলক ইতিহাসের বহুমাত্রিক বয়ান‍।

পিবডি মিউজিয়াম অব আর্কিওলজি অ্যান্ড এথনোলজির উইলিয়াম অ্যান্ড মুরিয়েল সিবেরি হওয়েলসের পরিচালক জেইন পিকেরিং মুনেমের কাজ সম্পর্কে বলেন, ‘তাঁর কাজ বৈশ্বিক শোষণের গতিপ্রকৃতি সম্বন্ধে সহানুভূতিশীল এবং এ কারণেই কাজগুলো আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত।’

আলোকচিত্রে রবার্ট গার্ডনার ফেলোশিপের ১৬তম বিজয়ী মুনেম ওয়াসিফ ‘পাঠশালা—দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি’ নামের প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

বাংলাদেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি শিক্ষকতাও করেছেন।

মুনেম ওয়াসিফ একজন আলোকচিত্রশিল্পী হলেও তিনি যেমন মিশ্র মাধ্যমে কাজ করেন, তেমনি কিউরেটর হিসেবেও তাঁর সুনাম রয়েছে। তাঁর প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হলো বিলঙ্গিং (২০১৩) ও সল্ট ওয়াটার টিয়ার্স‍ (২০১১)।

সূত্র: পিবডি ডট হার্ভার্ড ডট ইডিইউ