যেসব কারণে মধ্যরাত ও শেষরাতে লোডশেডিং হয়

এখন মধ্যরাত ও শেষরাতে প্রায় প্রতিদিনই হচ্ছে লোডশেডিং। কেন রাতেই লোডশেডিং হয়, তার কিছু কারণ খুঁজে বের করা হয়েছে এই রসরচনায়।

অলংকরণ: আরাফাত করিম

লোডশেডিং কী? কেন হচ্ছে? এসব নিয়ে মোটামুটি আমাদের ১৬ কোটি জনতারই পিএইচডি ডিগ্রি হয়ে গেছে। আমরা আগাম বিল পরিশোধ করি, তারপরও লোডশেডিং কেন? আমরা আগাম বিল দিলেও কয়লার দাম কেন দিতে পারে না কর্তৃপক্ষ, গ্যাস-ডিজেল কেন কিনতে পারে না ইত্যাদি নিয়েও গণ-গবেষকেরা অনেকগুলো থিসিস পেপার জমা দিয়েছেন, সেমিনারও করেছেন অনেকবার। মমতাজ আপাকে গালমন্দ করেও অনেকে ডিগ্রি নিয়েছেন।

শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কনসার্ট, হাতিরঝিলে আলোকবাজি এসবও বহু আলোচনা হয়েছে। লোডশেডিং নিয়ে নতুন করে আর বলার কিছুই নেই।

কিন্তু একটা বিষয় নিয়ে বোধ হয় কেউ এখনো গবেষণা করেননি। বিষয়টি হলো, মধ্যরাতে বা শেষরাতে বা ভোরের দিকে কেন এখন ঘন ঘন লোডশেডিং হচ্ছে?
এ প্রশ্নে গবেষকেরা নানা মত দেবেন। তার আগে আমার কিছু জ্ঞান জাহির করে রাখি।

কেন মধ্যরাতে লোডশেডিং হয় :

১. মানুষ নাক ডেকে ঘুমালে কত ঘণ্টা লোডশেডিং হলো, তা বুঝতে পারবে না ভেবেই মাঝরাতে লোডশেডিং হয়।
২. অনেকেরই ঘুমাতে যাওয়ার আগে হিসু করার কথা মনে থাকে না। তাদের হিসু করতে ডাকার জন্যই মাঝরাতে লোডশেডিং হয়।
৩. ঘরের লাইট অফ করলে অনেকেই সন্দেহ করে। তাই সরকারিভাবেই লাইট অফ করে দেওয়া হয়। আর ঘণ্টাখানেক সময় তো যথেষ্ট।
৪. ঘরে এসি/ফ্যান চলছে, কিন্তু আপনি ঘেমে রুম থেকে বের হলেন—বিষয়টা বিব্রতকর। তাই আপনাকে সেই বিব্রতকর অবস্থা থেকে রক্ষার জন্যই মাঝরাতে লোডশেডিং হয়।
৫. অন্ধকারের সঙ্গে গরমের বিক্রিয়ায় কী উৎপাদন হয়, তা বোঝার জন্যই মধ্যরাতে লোডশেডিং হয়।

শেষরাতে কেন লোডশেডিং হয়:

. ওপরের তৃতীয় কারণে

. নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে শুধু দিনের বেলায় চিন্তা করেও অনেকের চিন্তার শেষ হয় না। তাই শেষরাতে বা ভোরে তাকে জাগিয়ে তোলা হয় চিন্তাটা শেষ করার জন্য।

. ওপরের দ্বিতীয় কারণে

. ওপরের চতুর্থ কারণে। অথবা আমরা পৃথিবীর কোন কোন দেশের তুলনায় ভালো আছি, তা নিয়ে গবেষণার সুযোগ দেওয়ার জন্য।

হাতপাখা চালানোর অভ্যাসটা যাতে বজায় থাকে, সে জন্যও এ সময় লোডশেডিং হয়।

. খুব সুন্দর স্বপ্ন দেখলেন, কিন্তু সকালে ঘুম ভাঙলে ভুলে যাবেন। তবে স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে লোডশেডিং হলে সুন্দর স্বপ্ন আর ভুলবেন না। কারণ, আপনি গালাগাল করবেন, ‘শা... কারেন্ট যাওয়ার আর সময় পাইলো না মাত্র...।’

. প্রতি দুই ঘণ্টা ঘুমের পর এক ঘণ্টা বিরতি প্রয়োজন, তাই।

. মানুষের অনেক গোপন কথা থাকে, যা দিনের বেলা বা অন্য সময় বলা যায় না। শেষরাতে সেই গোপন কথা বলার সুযোগ দেওয়ার জন্য।

৯. অন্ধকারে চোরেরা কীভাবে তাদের দায়িত্ব পালন করে, তা বোঝানোর জন্য।