বইমেলায় মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক

গত বইমেলার বইয়ের চিত্র

কোভিড বাস্তবতায় আসন্ন অমর একুশে গ্রন্থমেলায় এবার যথাযথ সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা থাকবে। ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলমান এ মেলায় প্রবেশ এবং অবস্থানের ক্ষেত্রে লেখক–প্রকাশক–বিক্রয়কর্মী ও দর্শনার্থীরা করোনাভাইরাস মোকাবিলায় উপযুক্ত সুরক্ষা মানছেন কি না, সেই বিষয়টির ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

এমন এক সময়ে এবার বইমেলা হচ্ছে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মিলেছে এক মোহনায়। ফলে মেলায় স্বাধীনতা, বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠসহ মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগ—এগুলোর প্রাধান্য থাকবে। আর স্টল বিন্যাসসহ নানা ক্ষেত্রে মহামারির বাস্তবতাকে রাখা হবে প্রধান বিবেচনায়।অন্য আলো’কে হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘কোনো টিকিটের ব্যবস্থা না থাকলেও এবার মেলায় ঢোকার ক্ষেত্রে টিএসসি থেকে থাকবে সুরক্ষিত পথ। মাস্ক ব্যবহার ও যথাসম্ভব সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি বাধ্যতামূলক করা হবে। এ ছাড়া ঝড়–বৃষ্টি হলে দর্শনার্থীদের আশ্রয় নেওয়ার ব্যবস্থাও থাকবে মেলা প্রাঙ্গণে।’

গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক