বইয়ের দুনিয়া

আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা

আহমদ মোশতাক রাজা চৌধুরী

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ডিসেম্বর ২০২১, দ্বিতীয় মুদ্রণ: জানুয়ারি ২০২২, দাম: ৫৫০ টাকা।

শাল্লার মানুষদের নিয়ে ব্র্যাকের একনিষ্ঠভাবে এগিয়ে যাওয়া, ডায়রিয়ার তত্ত্ব সারা দেশে ছড়িয়ে দেওয়া, রকেফেলারের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য ও ইনফরমেটিকস বিভাগ স্থাপন, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ানো, ল্যানসেটে বাংলাদেশ সিরিজ প্রকাশ—সব কাজই যেন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। লেখক এ সবকিছুর স্মৃতি ও সংগ্রামের কথাগুলো পাঠকের সামনে সাবলীল ভাষায় প্রকাশ করেছেন।

রাষ্ট্র ও জনসমাজ

আনতোনিও গ্রামশি

অনুবাদ: গৌরাঙ্গ হালদার

প্রকাশক: গ্রন্থিক প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২২, দাম: ৩০০ টাকা।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে শাসকগোষ্ঠী জনগণের মধ্যে এই ধারণা বদ্ধমূল করতে সক্ষম হয়েছে, রাজনৈতিক রূপান্তরের আর কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষের বাস্তব দুনিয়া সর্বদা পরিবর্তনশীল, ফলে তার নতুন সংজ্ঞায়ন দরকার। এই বই সেই প্রচেষ্টার একটি অংশ।