রাইটার্স ব্লক কাটাতে ভয়ংকর অ্যাপ!

প্রযুক্তির যুগে এখন কী না সম্ভব! আপনি লিখতে পারছেন না, রাইটার্স ব্লকে পড়েছেন? চিন্তা নেই, আপনার ব্লক কাটানোর জন্য ২০১৯ সালে তৈরি হয়েছে একটি বিশেষ অ্যাপ। এই অ্যাপ ব্যবহারে লেখকদের রাইটার্স ব্লক কেটে যেতে বাধ্য। কারণ, এটি এমনভাবে বানানো হয়েছে, লিখতে লিখতে ক্লান্ত হয়ে আপনি যদি মাত্র পাঁচ সেকেন্ডের জন্যও লেখা বন্ধ করে দেন, তবেই শেষ, আপনা-আপনিই আপনার আগের সব লেখা ডিলিট হয়ে যাবে। এই অ্যাপ লেখককে থামতে না দিয়ে একটানা কাজ করিয়ে নেবে।

সে জন্য এর নির্মাতারা বলছেন, লেখক যদি রাইটার্স ব্লকে পড়ে থাকেন, অ্যাপটি ব্যবহারের মাধ্যমে সহজেই তা কাটাতে পারবেন। কিন্তু ব্লক কাটাতে একটানা যন্ত্রের মতো কি লেখা সম্ভব, বিশেষত যখন আগের সমুদয় লেখা মুছে যাওয়ার ভয় সব সময় আপনাকে তাড়া করছে! এটা ভেবেই বোধ করি অ্যাপটির নাম রাখা হয়েছে ‘​দ্য মোস্ট ডেঞ্জারাস রাইটিং অ্যাপ’।

সূত্র: উইয়ার্ড ডটকম