আমার মাটির খুব জ্বর।
শিকড়-নিবাসে লবণ উর্বর,
বালিরা গাইছে আনন্দকল্যাণ।
তৃষ্ণার ফাটলে
তুমি কেন দিচ্ছ না জল?
কাঁদছে শস্যের মানবতা।
লাল মেঘ, উড়ন্ত শ্মশান;
নদী নেই নদীর পল্লিতে,
আগুনের গন্ধ ছায়ার নিশ্বাসে।
মাটিদের খুব জ্বর।
আমার মাটির খুব জ্বর।
শিকড়-নিবাসে লবণ উর্বর,
বালিরা গাইছে আনন্দকল্যাণ।
তৃষ্ণার ফাটলে
তুমি কেন দিচ্ছ না জল?
কাঁদছে শস্যের মানবতা।
লাল মেঘ, উড়ন্ত শ্মশান;
নদী নেই নদীর পল্লিতে,
আগুনের গন্ধ ছায়ার নিশ্বাসে।
মাটিদের খুব জ্বর।