default-image

একটা অনুবাদ না হওয়া গানের মতো করে

জমাট হওয়া ফিলিংস ধরে রাখি;

যেভাবে রাখলে

কিছু না বলেও বলা যায় অনেক কিছু

কিংবা না বলার ভেতরই থেকে যায়

যাবতীয় সম্ভাবনা—

যে মাঠের হাওয়ায় চরে এম্পটিনেসের আনন্দ

সেখানে বসে বসে বাদাম চিবাই আর গুনগুনাই।

তোমার চেহারা যে কেন ঝিলিক মারে

শালিকের ডানায়!

বিজ্ঞাপন

শব্দসংকটে আটকে যাওয়া মূল—

খোঁপার ফুল ভেবে গেঁথে রাখি সুরে;


আমরা বোঝাবুঝি না করেই থাকতে থাকি

একটা ধারণার মতন

নিকটগামী দূরে—

কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন