দিনলিপি
একেকটা দিন যায় আলোকিত অন্ধকার,
একেকটি রাত আসে মৃত্যুর সহোদরা।
প্রতিটি দুপুর বসে ঝিমোয় দাওয়ায়,
প্রতিটি বিকেল ভয়ে হামাগুড়ি দেয়;
প্রতিটি সন্ধ্যা গুম হয় আততায়ী আলো-আঁধারিতে।
আমার সারাটা ক্ষণ শূন্যতার ধু ধু অনুবাদ,
বছর বছর যায়; নেই কোনো আশাজাগানিয়া।