নিঃশব্দ পরাগ
কেবলই আমাদের প্রেমে জমে নিঃশব্দ মুহূর্ত
জলের জোয়ারে নীলাম্বর ভাসমান পদ্মপাতা
বাতাসের বাক্যে খুব প্রিয় যৌবনের হৃৎপানি
ভীষণ দূরত্বে কাঁপে অসম্ভব ইচ্ছার পরাগ
কান পাতো, চুপচাপ এসে শোনো বুকের যন্ত্রণা
চন্দ্রমল্লিকার হৃৎপিণ্ডে বরফের কিছু কণা
এখন দুলছে সুগন্ধি পরাগ মৃদু উষ্ণ মধ্যে
হৃদয়ের অক্টোপাস একটু নিভৃতে নড়েচড়ে
ধারণাস্বরূপ এলোমেলো বসন্তের দিনলিপি
কিছু প্রণয়ের বীজ—কী দারুণ কাছাকাছি যেন
কত রাত নীরব উল্লাসে ভাসে জ্যোৎস্নার নীলাভ
নির্দ্বিধায় সরল কৌশল দাউ দাউ জ্বলে ঠিক
ঘুরেফিরে টের পাই অন্ধকারে ফুলের সুবাস
শুধু পুষ্প গন্ধ আর তৃষ্ণার যন্ত্রণা, প্রিয়তমা।