পল্টন ময়দান: শুধুই স্মৃতি

সন্ধ্যা হয়ে গেছে, বিশাল সবুজ মাঠ

নেমেছে আঁধার, কিছু লোক আছে বসে

এখানে ওখানে, গল্প করে, বাদাম খায়

প্রচণ্ড দাবদাহ শেষে শীতল বাতাস

পান সিগারেট বেচে কিশোর ফেরিওয়ালা

মাঠের ঠিক মাঝখানে যুবক কজনা

শুয়ে–বসে আকাশের তারা গোনে

সারা দিন এখানে খেলে বালকের দল

কোনো দিন জনসভা; ভাষণ দেন জননেতা

উদ্দীপ্ত জনতার পদভারে কম্পিত

স্লোগানে স্লোগানে মুখর পল্টন

প্রাণের স্পন্দন, কোলাহল আর জনগণ

ময়দান এখন নেই, জনতাও নেই

পল্টন ভরে গেছে দালানকোঠায়

বালকেরা আসে না আর দল বেঁধে

খেলাধুলা হয় সব ঘেরাটোপে

হাহাকার করে শুধু উদাসী বাতাস

হারানো সেই ময়দান খুঁজে ফেরে

তারপর চলে যায় দীর্ঘশ্বাস ফেলে