পাওয়ার পরের না পাওয়া

কোথায় উৎসব আর কীভাবে সেটা পালিত হবে কিছুই জানি না।

তোমাকে পেয়েছি আমি আর

আমাকেও পেয়ে গেছ তুমি।

না পেলে মরে যাব নিশ্চিত ছিলাম—পেলে কী করব ভাবিনি একদম।

এসব ভাবতে ভাবতে রাত নেমে এল

আগেও ঘাসের মাঠে

নৌকার পাটাতনে শুয়ে ছিলাম আমরা কত!

আর আজ এক রঙিন বিছানায় কেমন জড়োসড়ো আধশুয়ে থাকা।

ভালো তো সত্যিই বাসি, কিন্তু আজ

মনে হচ্ছে সে কথা মুখে তোলাও ঢং।

উদ্দেশ্যের সর্পিল প্রণোদনারা অট্টহাসির যাবতীয় আয়োজন

সমাপ্ত করেছে—

ভালোবাসি বলার সুযোগ কোথায়?

উফ! অসহ্য লাগছে।

কী করব আমি এখন? তোমাকে পেয়ে গিয়ে হারানোর অধিক শোকে

ডুবে যাচ্ছি আজ।

তুমিও এমনভাবে আধশোয়া হয়ে আছ ছাই—

জন্মবোবা মাছের মতো মেলে আছ চোখ!

আমাকে পেয়েছ তুমি আর—তোমাকেও পেয়ে গেছি আমি।

না পেলে করার ছিল অনেক কিছুই,

পেয়ে খুব বিব্রত বেকার বনে গেছি।

তোমাকে পায়নি যারা, তাদেরই ঈর্ষা করে চলেছি এখন।

তোমাকে পেয়েছি আমি—আমার সামনে তুমি কেন যেন নেই

তোমাকে পায়নি যারা, তুমি আছ তাদের কাছেই?