পিপাসার মূল কেন্দ্র কোথা জানা নাই

পাহাড় প্রান্তর কেন ডাক দিচ্ছে উতরোল?

এই ডাকে প্রণয়ের ভাত নুন লাবণ্য রয়েছে,

উপেক্ষা কীভাবে করি? সম্ভব কিছুতে নয়।

জাগতিক গ্লানির গণ্ডূষ ভাপ ছলাকলা

অস্বীকার করা যায় না। আষ্টেপৃষ্ঠে ছেঁকে ধরে জোঁক।

বলছিলাম প্রণয়ের কথা। পরিণয় হবে না জেনেও

কেন আর্তি–দীর্ঘশ্বাস? চুঁইয়ে চুঁইয়ে রক্তের ক্ষরণ?

নির্যাস জীবনমধু অনেক তো পান করা হয়েছে সুহৃদ

অস্তি ও নেতির প্রশ্ন মীমাংসার তোয়াক্কা করে না,

শব্দভ্রমে ঘুরে মরছি, তৃষ্ণা এক রমণী নাছোড়

এড়ানোর চেষ্টা আছে, সাফল্যের সম্ভাবনা নাই,

পিপাসার কথা বলছি, নিবৃত্তির মূল কেন্দ্র কই

জানা নাই, জানতে চেয়ে রীতিমতো লাঞ্ছনা জুটেছে

তাকেও সঞ্চয় বলে গণ্য করি, এই দগ্ধ সময়ের

অপচয় রেণু রেণু মস্তিষ্কে ঝিল্লির মধ্যে করেছি রোপণ

অঙ্কুরিত হয়ে তারা আমাকেই ঠুকরে দেবে একসময়,

সে জন্য তৈরিও আছি, জানি সেটা অমোঘ নিয়তি...