বিজয়ের কবিতা

বিজয়ের মাস ডিসেম্বর, লক্ষ প্রাণে লেখা বিজয়ের

সেই সোনালি অক্ষর,

দিকে দিকে শুনি জয়ধ্বনি বাংলাদেশের নামে, এই

স্বাধীনতা কেনা রক্তের দামে;

হৃদয়ে হৃদয়ে বাজে মুক্তির শত গান, ডিসেম্বরে

পেয়েছি আমরা বিজয়ীর সম্মান;

মার্চের সেই অমর কবিতা মুক্তির সংগ্রাম, ঘরে ঘরে গড়েছে দুর্গ,

মুক্তিযুদ্ধে লিখেছি আমরা নাম,

অশ্রুভেজা ডিসেম্বর বিজয়ের মাস, বিশ্বজুড়ে বাঙালির

সেই গর্বের ইতিহাস।