মধ্যবিত্ত

নিজেকে গোছাতে গিয়ে ভেঙে পড়েছে

ফুঁকে দেয়া ও কাম ও প্রেম ফসলের প্রাচীর

হাওরের জলে ডুবতে ডুবতে ভেসে যাচ্ছে

আশৈশব লালিত স্বপ্নের মৃদু হাহাকার।

শ্বাসবিরুদ্ধ যৌবনে খরস্রোতে।

বিপরীত দৃশ্যের ভেতরে তেরছা রোদ এসে

তাণ্ডব করে যায় শিথানে; নিযুত বোঝাপড়ায়।

অথচ এই রোদ মাখনের মতো চেটে নিয়ে

আমিও হতে পারতাম লাভবান ব্যবসায়ী।

পুঁজিবাদী ফড়িয়া হয়ে যায় সমাজতন্ত্রের একজন

সমতার কথা মানিয়ে যায় তার মুখেও।

অথচ আমি কেবল জীবন ধারণে মরিয়া