আকাশই শুধু

সম্প্রতি মারা গেছেন কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা। মৃত্যুর দিন কয়েক আগে প্রয়াত সম্পাদক আবুল হাসনাতকে স্মরণ করে একটি কবিতা লিখেছিলেন তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো কবিতাটি।

মনজুরে মওলা

প্রত্যেক মানুষ গাঙচিল

যদিও তা স্বীকার করে না।

শেষ অব্দি তার কাজ

শুধু উড়ে যাওয়া।

অন্য মানুষেরা মাটি থেকে

আবছা দ্যাখে তাকে।

মানুষ ও নীল এক হয়ে যায়।

গাঙচিল ও মানুষ এক হয়ে যায়।

থাকে না আকাশ বলে কিছু আর।

অথবা আকাশই শুধু থেকে যায়।

মানুষ তো সম্পাদক—

অনেক ওপর থেকে দেখতে পায়

গাছ পাতা ফুল

কোন ফুলে গন্ধ আছে

চিনে নিতে পারে।

সে-ও উড়ে যায়।



কবিতাটি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ও মতিউর রহমান সম্পাদিত স্মৃতিতে অনুভবে আবুল হাসনাত থেকে নেওয়া।