মেঘের জন্য রাত্রিবেলা

একটা ঘোরলাগা সূর্যের কাছে তোমাকে রেখে গিয়ে

নিশ্চিন্তে ঘুমোতে পারিনি মেঘ!

এ নিয়ে রাতের কাছে রেখে যাচ্ছি জমা যত আক্ষেপ।

চাঁদের এক শহর আছে জেনে আমি পৌঁছে গেলাম বসন্ত উৎসবে;

দেখি কোকিল নয়, রাজদরবারের পয়গাম নিয়ে এসেছে কাক,

বলছে—যে যা খাচ্ছে খাক, তুমি উপোস করো এক বেলা

নয়তো অমানিশার চাঁদ এসে গিলে নেবে তোমাকে,

তুমি বুঝতেও পারবে না কখন কীভাবে কে এসে খেলে গেল

সমাধিসমাদৃত খেলা।