একটি দিন
আজ থাক, কাল কথা হবে,
একটি দিন হাতে রাখি, একটি দিন
তোমায় ভাবি,
চোখ দুটি কী মায়াবী!
পত্রে–পুষ্পে ভরে উঠুক এই পৃথিবী;
একটি দিন এমন দিন যেদিন তোমায়
বলতে পারি
আমি কেন স্বপ্নচারী, স্বপ্নচারী!
একটি দিন হাতে রাখি, একটি দিন
তোমায় ভাবি,
পাই যদি স্বপ্নলোকের চাবি;
একটি দিন হাতে রাখি, একটি দিন
তোমায় ডাকি,
হাজার পাতার চিঠি লেখি,
মন ভরে তোমায় দেখি
তোমায় দেখি;
একটি দিন গন্ধে ভরুক, একটি দিন
বৃষ্টি ঝরুক
স্বপ্নময় হয়ে উঠুক মর্ত্যভূমি,
একটি দিন আর কিছু নয় কেবল তুমি
কেবল তুমি।