সোনালু ফুলের রেণু
ফুলের ভেতর রেণুর যাপন
মানুষের পায়ের নিচেই ফসলের খেত
সূর্যালোকে কৃষক থাকে না
আগুনে পুড়ছে জলাশয়ের যৌবন
মায়ের পা-ধোয়া জল পান করি
বাবার পেছনে হাঁটতে হাঁটতে বহুদূর গিয়ে
পুনরায় ফিরে এসেছি বাড়িতে
বাবা নেই
মাকে রেখে আমি আর কোথাও যাই না
ফুলের ভেতর রেণুর যাপন
মানুষের পায়ের নিচেই ফসলের খেত
সূর্যালোকে কৃষক থাকে না
আগুনে পুড়ছে জলাশয়ের যৌবন
মায়ের পা-ধোয়া জল পান করি
বাবার পেছনে হাঁটতে হাঁটতে বহুদূর গিয়ে
পুনরায় ফিরে এসেছি বাড়িতে
বাবা নেই
মাকে রেখে আমি আর কোথাও যাই না