ইউটিউব, এজরা পাউন্ড ও সিলিং ফ্যান

আসছে দাবদাহ, অথচ সিলিং ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে গেছে।

এই দুঃসময়ে এইমে সেজারের কবিতা পড়ছি

আর নিজের ইংরেজি কবিতার পাণ্ডুলিপি গোছাচ্ছি।

আমার একজন এজরা পাউন্ড ও ইলেকট্রিক মিস্ত্রি দরকার।

খবর পেয়েছি পাড়ার ইলেকট্রিক মিস্ত্রি গেছে দূরের গোধূলিতে

ধূসর বাল্ব লাগাতে, ফিরতে ফিরতে হয়তো লাগবে সাত দিন।

ইউটিউবে এজরা পাউন্ডকে দেখলাম এবং রেগুলেটর সারানোর

নিয়মকানুন শুনলাম। হায় আল্লাহ, ইউটিউব দেখে ঠিক করে ফেললাম

ফ্যানের রেগুলেটর! কিন্তু কে সম্পাদনা করবে পাণ্ডুলিপি আমার?

ইউটিউব তো এজরা পাউন্ডকে জীবিত করার কৌশল শেখাতে পারেনি।

ইউটিউবে এজরা পাউন্ডকে জীবিত করার কৌশল খুঁজছি আর

টি এস এলিয়টের লেকচার শুনছি! এলিয়ট বলছেন, কোনো সৎ

কবিই তার লেখার স্থায়ী মূল্য সম্পর্কে নিশ্চিত হতে পারে না।

কলোনিয়াল কবিত্বকে আমি ডিকলোনিয়াল করতে করতে ঘুমিয়ে পড়ি

নিজের আগুনের ভেতর!