চন্দ্রবিন্দু

এর নাম মুগ্ধতা, যদি তুমি বুঝে নিতে পারো

সন্দেহ হয় যদি কালকেই আসব আবারও


নতুনের মতো রোজ, কখনো হও না পুরোনো যে

একবার (চোখ মেলে) দেখে যদি কেউ, মনে মনে

তোমাকেই খোঁজে

বিকেলের কার্নিশে ঝুলে আছে রোদটুকু (প্রায়শই 

এ রকম হয়), গলি থেকে বের হয়ে দাঁড়িয়েছো

সড়কের নম্বর ৯

রাস্তায়, রিকশায়, পোস্টারে, আলোয়, আঁধারে

ফুটপাতে ডুবে যাই ক্ষুদ্র এ হৃদয়ের ভারে

ঝিরিঝিরি বাতাসের রাতে তারাগুলো সন্ধ্যাপ্রদীপ

তুমি আর কিছু নও, সোনা, তুমি শুধু (ছোট) লাল টিপ

আর কিছু নও তুমি, চন্দ্রের তুমি এক ফোঁটা

আমি লিখি বলে (আর কাউকেই লিখতে দেব না

বিবরণ তোমার পুরোটা)