বরফ সময়

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

আমাকে আমি চিনতেছি না
চেনার জন্য আমার অপরিচিত
           অংশটা কেটে ফেলছি
আবার চিনতেছি না
আবার কেটে ফেলছি

কাটতে কাটতে
শৈশব
কৈশোর
কেটে ফেলেছি
কেটে ফেলছি ইতিহাস
কেটে ফেলছি ঐতিহ্য
যা কিছু বেশি, যা কিছু অনন্ত
যা কিছু গৌরব, যা কিছু দিগন্ত
যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু জীবন্ত
কেটে ফেলেছি—
শিকড়—রক্তঋণ
অন্ধকার থেকে কে যেন ডেকে যায় প্রতিদিন

এখন আমাকে ফিরে পাবার পর দেখছি
ভবিষ্যতে আগুন ধরেছে
পুড়ছি—আমি, পুরো বাংলাদেশ