তৃণ

যা কিছু বলার ছিল বলা হয়ে গেলে

তখন দুঃখ এক নীল ছায়াগাছ

দুপুরে ঘুঙুর উড়ে পড়ে যায় হেলে—

কারা যেন ভ্যানে করে চলে গেল দূর

গ্রামের শেষের পথে বেলের বিষাদ

তখনো তোমার মুখ সোনার মেদুর

 বিকেলে আকাশ ভরে ওঠে শিমলতা

কাঁটাঝোপে চিরে যায় সন্ধ্যার রং

বাতাস বইতে পারে এই করুণতা

মাটির পীতাভ বনে দেখো গো বাউল

দুঃখের এই দিনে গুমরানো দেনা

একা একা চেয়ে দেখে দূরের জারুল

ক্রমশ বাতাস কাঁদে বনের কোথাও

কিছুই থাকে না বাকি, সব নিয়ে যাও।