সমর্পণ

একটি গোলাপসুন্দর রাতে কীভাবে খুন হয়ে গেলাম!

গোপন তন্ময় ছুরি রক্তধারার দিকে ছুটল—

ক্রমে নিঃশেষিত হলো

অহমের ধারণা, এক শত সুরের কম্পন,

সমর্পণ।

সোনালি রোদের সমুদ্রে যাবার আগেই

হঠাৎ মুহূর্ত কেটে ফালি ফালি,

রক্তবেদনা ও লীলাভঙ্গ হলো।

খুন হতে হতে জেনে যাই,

আমার হাতে আর চোখে কোনো রুপালি ধার নাই।