বিবৃতি

জাগিয়ে রাখি পাতার পোড়া গান

আকাশফাঁকে ভস্ম বিছানায়,

মুলুকজোড়া বাতাস যদি নামে

হৃদয় রেখো আমার নিশানায়।

পান্থশালা করছে হাহাকার

ও পথ দিয়ে যাইনি কভু আগে,

তোমায় ছেড়ে জীবন কোথা টানে

আমার মূলে মরণ কেন জাগে!

মুখোশ রাখি নিত্যসহচর

মানুষ দেখে আড়াল করি রুহ,

তোমার কাছে মুক্ত হলো মুখ

এবার তবে কি ছুমন্তর ছু!

পালিয়ে যাব, কোথায় সেই পথ

হাওয়ায় ঘেরা মায়ার জালে এসে,

আমার ফাঁদে আটকে গেছি আমি

তীরের মুখে জীবন ওঠে ফুঁসে—