লোভ
হই হই রই রই খোলা মাঠ।
দোস্ত রে চল,
শুনি ডাকাত দলের কবিতা পাঠ।
ডাকাতির সম্পদ খুব সুন্দর
খুব লাল, খুব সাদা
কবিতার ব্যাপারী বেচছে আদা।
ডাকাতেরা ভূত পোষে
ভূতেরা হয় রাজা
পুণ্যবানের দোষে।
হাতে হাতে ডাকাতের বাঁশি।
দোস্ত রে চল, ডাকাত দলে
কবিতার বই দিয়ে আসি!!