কথকতা
থেমে গেছে মুখরতা আর
অমেয় জলের কথকতা
তোমার–আমার মাঝখানে
কবরের নিস্তব্ধতা
ভুলে গেছি সেই দাহকাল
সে ধুলট অনল-ফাগুন,
কার হাতে ছোরা ছিল আর
কে যে খুনি, কেবা হলো খুন
বসন্ত-সম্ভাবনার
ময়ূরপালকে মোড়া দিন
গত হলো, অন্তর্জলি
ধৈবতে বাজে ভায়োলিন
কত বর্ষণ হলো মেঘে
হে শ্রাবণ, বলো তারপর,
কতটা গভীর হলো নদী
নিজস্ব নুড়ি ও পাথর?