নদীর ওপার থেকে তুমি ডাকো
নদীর এপার থেকে ডাকে ঝিঁঝিপোকা সারা রাত;
মাঝখানে নৃপেনের মোড়ে বসে
থাকাকে অমর করে রাখার আগ্রহ নিয়ে বসে থাকি আমি।
মাঝখানে ব্যস্ত পারাপার।
নদীর ওপার থেকে তুমি ডাকো
নদীর এপার থেকে ডাকে ঝিঁঝিপোকা সারা রাত;
মাঝখানে নৃপেনের মোড়ে বসে
থাকাকে অমর করে রাখার আগ্রহ নিয়ে বসে থাকি আমি।
মাঝখানে ব্যস্ত পারাপার।