বর্ষা নিয়ে কবিতা লেখা শেষ হবে না কোনো দিন, ভাত রাঁধা শেষ হবে না।
ছাতা মাথায় কন্যা যায় বিশ্ববিদ্যালয়ে, কন্যাকে নিয়ে স্বপ্ন দেখা শেষ হবে না।
জানালার পাশে বৃষ্টির ছাট, ভিজে যাচ্ছে সময়।
এখন সম্ভাবনার জল সবকিছু ভিজিয়ে দেবে—
আমাকে,
তোমাকে ডুবিয়ে দেবে।
আমাদের এই ডুবতে থাকা কোনো দিন শেষ হবে না।
জলমগ্ন হতে হতে আমরা দেখব ভেতরে জঙ্গল, হ্রদ—
আমাদের শিশুরা রাজহাঁসের পালক কুড়াচ্ছে।
দেখব থই থই জল,
হাওরের মাঝখানে হিজলগাছ—
প্রাগৈতিহাসিক মুদ্রা নিয়ে আজও দাঁড়িয়ে আছে,
আমি দাঁড়িয়ে আছি।