সামাজিক সম্পর্কও ফিউজ হয়েছে
ঘরে ঘরে আজ নীল অসুখ এসেছে।
তবু হেমন্ত হাঁড়িতে
কলমাকান্দার মনসা পাড়ায়
রান্না হচ্ছে ভাত।
নতুন ধানের গন্ধে ডাক দিচ্ছে
হাজং নারীর হাত।
বেগুন ভর্তার ভাপ ওঠা ভোরে
বুনো নিশ্বাস খামচে দিয়ে
সব অসুখ ধুয়ে ফেলব
মাহাদের জলে।
যারা বিপ্লব করেছে
অসুখে-বিসুখে তারাও বাঁচবে অতলে।