সংসর্গ
রাত্রি এসে নদীর পারে জাগে
পায়ের নখে জমাট বাঁধে ধুলো
ঝোপের ভেতর নড়ে ওঠে পাতা
বুকের মধ্যে কে যে চমকাল!
গিরগিটির ওই নিপুণ সন্ত্রাসে
জোনাকপোকা মিটিমিটি হাসে।
পড়ছে খসে আকাশের ওই তারা
নিরিবিলি নিকষ অন্ধকারে
ছাতিমগাছের ঝরছে বুঝি পাতা
ছলাৎ ছলাৎ পদ্মা নদীর ধারে।
দেহের সেতু থরথরিয়ে কাঁপে
জলের জোয়ার শরীরী উত্তাপে।