ছায়াফুল

ঝরে যাবে বলে ফুটেছিল মোহফুল

কিছু ঘ্রাণ রেখে তক্তপোশের পাশে

থাকেনি মোটেও, ঝরার স্বভাব ভুলে

ঝরাদের দলে আমারও রয়েছে নাম 

আমিও সেই কবে ঝরে গিয়ে পড়ে আছি! 

উড়ি না, নড়ি না, স্থবির জলের মতো

নিস্তরঙ্গ পুকুরে ভেসেছে চাঁদ 

নীড় ছেড়ে নীড়ে দিশেহারা চরে তারা 

তুমি চলে যাও, আমি ধরে বসি ছায়া

ছিলে না কি আছ, বিভ্রমে কাটে বেলা 

অনাবশ্যক ক্ষয়ে যাই আনমনে 

বর্ণমালায় ঢেকে রাখি বিচ্ছেদ 

জীবন তবুও ঘনঘোরে অভিনব 

তুমি হলে গাছ, আমি ফুল মনে মনে

প্রেমে ও বিরহে যুগে যুগে আমি রাধা 

দয়িতের সাথে নির্মম গিঁটে বাঁধা