পাতানো খেলার দিন

—আমি যা দেখি, তুমি তা দেখো?

—হ্যাঁ

—আমি দেখি পাতা, তুমি দেখো কি?

—আমি দেখি বাতাস

—বাতাস কি দেখা যায়?

—কিন্তু পাতাটি যে নড়ে!

—পাতা নড়লে বাতাসেরা নড়ে না

গণতান্ত্রিক রাষ্ট্রের মতো

বাতাস ও পাতার সম্পর্ক খুব থতমত!

—আমি যা দেখি, তুমি তা দেখো?

—হ্যাঁ

—তুমি দেখো কী?

—বাতাস।

—আমি দেখি পাতা।

—তুমি কিছুই দেখো না, বাতাস না পাতা;

—এইভাবে খেলা হয় না, জানো?

এই খেলা পাতানো