সম্রাট
সম্রাট তুমি পরাজিত হলে তাই
আমরা মুক্ত চলতে পেরেছি দেশে
হরিণশিকারি, নগরনিষাদ বলে
তোমার জন্য পথ ছেড়ে দেয় শিশু
তুমি সুন্দর, তবু তুমি কুৎসিত
এমন দ্বন্দ্বে বিহ্বল ছিল নারী
মধুলোভীরাও তোমার পেছনে ছিল
তুমি ছিলে প্রেমে; অপ্রেমেও বিক্ষত
সম্রাট তুমি পরাজিত হলে তাই
আমরা মুক্ত চলতে পেরেছি দেশে
হরিণশিকারি, নগরনিষাদ বলে
তোমার জন্য পথ ছেড়ে দেয় শিশু
তুমি সুন্দর, তবু তুমি কুৎসিত
এমন দ্বন্দ্বে বিহ্বল ছিল নারী
মধুলোভীরাও তোমার পেছনে ছিল
তুমি ছিলে প্রেমে; অপ্রেমেও বিক্ষত