রাজা শশাঙ্কের বাংলা জয়ের পর আমরা
ব্রাহ্মী ভাষায় সুশাসন চেয়েছিলাম, জানতে তুমি?
লীলা আর অবলীলার বাইরে
উটপাখিতে চড়ে চলে গেছ নিষ্ক্রমণের দিকে
এসব অমরত্ব কীভাবে প্রতিষ্ঠা হবে গণশিক্ষার দেশে?
চুল্লিঘরের পাশে নিজেকে তামাকখেত মনে হলো
কারাগারে আগুন লাগলে শুধু কয়েদিরা পোড়ে না,
তামাম কারাগারটাই পোড়ে