পদ্মা নদীর ঢেউ নিয়ে আর গাইবে না কোনো কাজী নজরুল!
আমাদের জল নদী নিজে খায়,
শীতেরাও তার কিছু ভাগ পায়,
আমরা কেবল বালুচরে বসে চোখের জলেই ভাসাই দুকূল।
লোকে বলে, জল ভাটিতে গড়ায়,
দেশ ভরে গেছে খরা ও চরায়,
মরু-সাহারার হাহাকারে-বাঁচা বৃক্ষের মূলে মাটি-জল নাই—
চিকচিক করে বালি আর বালি,
গেয়ে দুঃখের মরা-ভাটিয়ালি
নদী পাড়ি দেয় গরুর গাড়িতে মঙ্গাপীড়িত গাড়িয়ল ভাই!