কোথাও সন্ধ্যামণির কাছে 

হাওয়া এল; সারি সারি খইবাবলার ডানাগুলো দুলে উঠল আর একবার। পাতাদের মুড়ে যাওয়া দেখে বুঝতে পারি, ঘুমিয়ে পড়েছে ওরা। ডালের খাঁজে আটকে যাওয়া কিছু শিশির, আকাশের রং মেখে আছে। আর কারা যেন দীঘল রাত্রির কোলে জেগে জেগে রাইমুনিয়ার ডাঁটা থেকে ঝুড়ি তৈরি করছে। কোন সুদূর থেকে ভেসে আসছে বনকাঁঠালের চাপা গন্ধ—

তুমি কি ঘুমিয়ে পড়েছ ঝিঙে ফুল; ওগো ধুঁদুলের লতা—