মাটি
তোমার প্রশ্রয় পেলে আমিও প্রকাণ্ড বৃক্ষ হয়ে দাঁড়াব
আমাকে টলাতে পারবে না পৃথিবীর কোনো সাইক্লোন,
তোমাকে সুরক্ষা দেব, ছায়া দেব, শিকড়ে জড়িয়ে নেব,
মেনে নাও আমার এ অঙ্কুরোদ্গম, মেনে নাও এ জন্ম
কে আর এমন ভালোবাসবে তোমায় বৃক্ষের মতন
নিশ্চুপ, তোমার কথার তুফানে নড়ব, তবুও নিরুত্তর,
ভয়াল কুঠারে ক্ষতবিক্ষত হয়েও আমি থাকব চুপ—
তোমার প্রশ্রয় পেলে এ প্রেম প্রকাণ্ড বৃক্ষ হয়ে যাবে
মাটি, জলময়ী মাটি আমার, সম্মতি দাও, বুকে পুঁতে
নাও বীজ, তোমার গহিনে রাখো যতনে আমার প্রাণ,
প্রবল প্লাবনে যদি নেমে আসে সব হিমালয়ের বরফ
তোমাকে আঁকড়ে রাখব আমার শিকড়ে শিকড়ে...