<p>দুপুর আসেনি। তবু মন হয় সন্ধ্যা সন্ধ্যা দিন</p><p>ছাতা, বইখাতা রেখে, হাতের নাগালে যারা ছিল</p><p>আনন্দিত বৃষ্টভেজা ফুল—</p><p>এদের চারটি তুলে গুঁজে নিল বিনুনির ক্লিপে</p><p>বাকিদের বুকে রেখে—গন্ধমুগ্ধ, ঠোঁটচাপা হাসি</p>.<p>দীর্ঘ এ বৃক্ষজীবনে ফুটিয়েছি কতশত ফুল</p><p>মুখ বুজে ঝরে গেছে, কোনো চিহ্ন নেই</p><p>আজই প্রথম, দেখি—মেয়েটির বৃষ্টিবিনোদনে</p><p>কিছু ফুল ধন্য হয়ে আছে।</p>
<p>দুপুর আসেনি। তবু মন হয় সন্ধ্যা সন্ধ্যা দিন</p><p>ছাতা, বইখাতা রেখে, হাতের নাগালে যারা ছিল</p><p>আনন্দিত বৃষ্টভেজা ফুল—</p><p>এদের চারটি তুলে গুঁজে নিল বিনুনির ক্লিপে</p><p>বাকিদের বুকে রেখে—গন্ধমুগ্ধ, ঠোঁটচাপা হাসি</p>.<p>দীর্ঘ এ বৃক্ষজীবনে ফুটিয়েছি কতশত ফুল</p><p>মুখ বুজে ঝরে গেছে, কোনো চিহ্ন নেই</p><p>আজই প্রথম, দেখি—মেয়েটির বৃষ্টিবিনোদনে</p><p>কিছু ফুল ধন্য হয়ে আছে।</p>