পোষা

এই আমি অনুগত

ডাকো নাম ধরে

তু তু তা তা

আদরের স্বরে

গায়ে গায়ে ঘেঁষে

রব পায়ে পায়ে

মুখ

ড্যাবড্যাব

চেয়ে চেয়ে

দেখব তোমারে।

বলো যদি বসে

থাকি, বললে

দাঁড়াব

তুমি অনুমতি

দিলে স্নান

না দিলে ছোঁব

না জল

কক্ষনো—ভুলে।

একেবারে, পোষা

আমি। চেনা চেনা

ঘ্রাণে

নাকে নাকে

জেনে যাব

চেটে দেব ঘাম

সর্বাঙ্গে, তোমার

হব

বললে—

রাধার মতো

কিংবা ঘনশ্যাম।