পুণ্য

অলংকরণ: আরাফাত করিম

এখন শুধু তোমার চিবুকের তিল নিয়ে ভাবব
প্রশান্তির চোখ আর ভরসায় লতানো বাহু নিয়ে ভাবব

তোমার আঙুলের স্পর্শ আমাকে যেখানে যেখানে নিয়েছে—
সেই পথগুলো এই জনপদের মানুষকে চিনাব
তোমার ভেতরে নদী রোপণ করব, সমুদ্রের ঢেউ তুলব
ফুল ফোটাব, নিঃস্ব মানুষের পাঁজর ছুঁয়ে সবুজ পাখি ওড়াব

...এখন আমি—শুধু তোমাকে ভালোবাসা নিয়ে ভাবব।