মধ্যরাতে বৃষ্টি
বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি একদিন
ভুল ট্রেনে চড়ে বসেছিলাম,
ছাতা উলটে হয়ে গিয়েছিল ভেজা জবজবে
পাখির বাসা,
আকাশের কী হলো, মধ্যরাতে এমন কাঁদছে কেন?
সারা রাত বৃষ্টি, টিকিট নেই আমার
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোন দিকে যাই
ভাল্লাগে না,
বৃষ্টিও থামে না, ট্রেনও থামে না, কী করি!
আমি কি বৃষ্টির সাথে নেচে বেড়াব,
গান গাইব—
আয় বৃষ্টি ঝেঁপে...
বৃষ্টির সাথে আমার যে কী ভাব,
কী করে বোঝাই!
বৃষ্টিতে আমি পাগল হয়ে যাই, নেচে বেড়াই
বৃষ্টিতে আমি জন্মেছি, বৃষ্টিতে
আমি কেঁদেছি!